Delhi

Delhi: সিবিআই তদন্তের মুখে শেষমেশ পুরনো নীতিতেই মদ বিক্রির সিদ্ধান্ত কেজরি সরকারের

নতুন আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তার পরই সেই সিদ্ধান্ত থেকে সরল কেজরি সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৪:২৭
Share:

ফাইল চিত্র।

মদ বিক্রিতে পুরনো নীতিতেই ফিরছে দিল্লির কেজরি সরকার। আগামী ১ অগস্ট থেকে পুরনো নীতিতেই মদ বিক্রি করা যাবে। শনিবার এ কথা ঘোষণা করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

Advertisement

দিল্লি সরকারের নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তার পরই মদ বিক্রি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এল কেজরি সরকার। মদ বিক্রির নয়া নীতির পক্ষে সওয়াল করে সিসৌদিয়া বলেছেন, এর ফলে দুর্নীতি রোখা যেত। তিনি আরও বলেছেন, দিল্লিতে যদি বৈধ ভাবে মদ বিক্রি বন্ধ করা হয়, তা হলে রাজধানীতে ‘বিষমদে মৃত্যু’র ঘটনা ঘটতে পারে।

Advertisement

তাঁর কথায়, ‘‘দিল্লিতে আমরা বিষমদে মৃত্যুর ঘটনা চাই না। সে কারণেই নতুন নীতির বদলে পুরনো নিয়মেই মদ বিক্রি করা হবে।’’ উল্লেখ্য, সম্প্রতি গুজরাতে বিষমদে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে সিসৌদিয়া আরও বলেছেন, ‘‘ গুজরাতে মদ নিষিদ্ধ। তার বদলে বেআইনি ভাবে মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। বেআইনি মদ খেয়ে মৃত্যুর ঘটনা গুজরাতে প্রথম নয়।’’

বিজেপিকে আক্রমণ করে সিসৌদিয়া বলেছেন, ‘‘সিবিআই, ইডি আধিকারিকদের দিয়ে বিক্রেতাদের ভয় দেখানো হচ্ছে। দিল্লিতে বৈধ মদের দোকান বন্ধ করতে চায় ওরা। বেআইনি দোকান থেকে টাকা কামাতে চায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement