—প্রতীকী ছবি।
বোমাতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে। দিল্লি-পুণে ভিস্তারা বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসায় এই শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়িয়েছে। ফোন আসার পরেই ওই বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
এএনআই-এর খবর অনুযায়ী, শুক্রবার সকালে জিএমআর কল সেন্টারে একটি ফোন আসে। ফোনের ও পার থেকে বলা হয়, দিল্লি-পুণে ভিস্তারা বিমানে বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তৎপরতা। বিমানে থাকা যাত্রীদের দ্রুত বার করে আনা হয়। পরে বিমানটিকে দূরে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)