Delhi

আপ-কে ঠেকাতেই কি পুরভোট ঘোষণা দিল্লিতে

গত কালই জাতীয় নির্বাচন কমিশন গুজরাতে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে। ওই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই আজ দিল্লিতে পুর নিগমের নির্ঘণ্ট প্রকাশ করল দিল্লি নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ০৮:০০
Share:

দিল্লিতে পুর নিগমের নির্ঘণ্ট প্রকাশ করল দিল্লি নির্বাচন কমিশন। ছবি: পিটিআই

গুজরাত বিধানসভা ভোট ঘোষণার আবহের মধ্যেই আজ ঘোষণা হয়ে গেল দিল্লির পুরনিগম ভোটের দিন ক্ষণ। আজ দিল্লির নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুর নিগমের ভোট হবে। ফলপ্রকাশ হবে ৭ ডিসেম্বর। তাৎপর্যপূর্ণ ভাবে তার পরের দিন গুজরাত ও হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে বলে ইতিমধ্যেই জানিয়ে রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। যা দেখে দিল্লির শাসক দল আম আদমি পার্টির বক্তব্য, আপ গুজরাতের বিধানসভা ভোটে বিজেপিকে চাপে ফেলতে পারে বুঝেই কৌশলে রাজধানীতে পুরনিগমের ভোট ঘোষণা করা হয়েছে, যাতে আপ নেতৃত্বকে এক সঙ্গে দু’টি ফ্রন্টে লড়াইতে নামতে হয়। তবে তাঁরা যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আপ নেতৃত্ব।

Advertisement

গত কালই জাতীয় নির্বাচন কমিশন গুজরাতে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে। ওই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই আজ দিল্লিতে পুর নিগমের নির্ঘণ্ট প্রকাশ করল দিল্লি নির্বাচন কমিশন। এই নির্বাচন হওয়ার কথা ছিল গত জুন-জুলাই মাসে। কিন্তু নির্বাচনে ঝুলিয়ে রেখে ১৫ বছর পরে দিল্লির তিন পুরনিগমকে ফের একটি নিগমের ছাতার তলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ফলে নতুন করে আসন পুনর্বিন্যাসের কাজে হাত দেয় দিল্লি নির্বাচন কমিশন। আজ কমিশন জানিয়েছে, তিনটি পুরনিগমের আসন সংযুক্তিকরণের ফলে ২৭২টি আসনের পরিবর্তে ৪ ডিসেম্বর ভোট হবে ২৫০টি আসনে, যার অর্ধেক আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।

রাজনীতিকদের মতে, আসন্ন গুজরাত নির্বাচনে আপ নেতৃত্ব চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বিজেপির অন্দরমহলে। ঘরের মাঠে দলের ফল যদি খারাপ হয়, সে ক্ষেত্রে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই হিমাচলপ্রদেশের নির্বাচনের দিন ঘোষণার প্রায় তিন সপ্তাহ পরে ভোট ঘোষণা করা হয় গুজরাতে। বিরোধীদের অভিযোগ, ওই তিন সপ্তাহে গুজরাতে একাধিক প্রকল্পের ঘোষণা ও শিলান্যাস করার সুযোগ করে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আপ শিবিরের অভিযোগ, তার পরেও হারের ভয় থেকে গুজরাত নির্বাচনের সময়ে সময়ে দিল্লি পুরনিগমের ভোট ঘোষণা করা হয়েছে। কারণ আপ নেতৃত্বকে দিল্লি পুরনিগম নির্বাচনে ব্যস্ত রাখা যাবে এতে। দিল্লিতে পর পর দু’বার বিধানসভায় ক্ষমতায় এলেও এক বারও পুরনিগম জিততে পারেননি অরবিন্দ কেজরীওয়ালের দল। এ দফায় যা জিততে মরিয়া ছিলেন আপ নেতৃত্ব। যদিয়ো অরবিন্দ কেজরীওয়াল আজ টুইট করে জানিয়েছেন, ‘এ বার দিল্লিবাসী পুর ভোটে আপকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement