Delhi

লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল দিল্লিতে, পুরোপুরি বন্ধ হল মেট্রো রেল

১৭ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন। বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও। জানাল অরবিন্দ কেজরীবালের সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৩:২১
Share:

দিল্লিতে লকডাউন ফাইল চিত্র।


আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াল দিল্লি। রবিবার লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন, লকডাউনে দিল্লি মেট্রো পরিষেবাও সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৭ মে ভোর ৫টা পর্যন্ত চলবে লকডাউন। কেজরীবাল বলেছেন, করোনা সংক্রমণ রোখায় ঢিলেমি যাতে না আসে, তা নিশ্চিত করার জন্যই লকডাউনের মেয়াদ বাড়ানো হল। তিনি বলেছেন, ‘‘দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে।’’

Advertisement


কেজরীবালের কথায়, ‘‘দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশ নেমে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এটিও খুব বেশি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে লকডাউনের সময়কে কাজে লাগিয়েছি। দিল্লির মূল সমস্যা ছিল অক্সিজেনের ঘাটতি। কেন্দ্রের সাহায্যে এখন অবস্থা আরও উন্নত হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement