বুধবার ‘গো ফার্স্ট’-এর ‘এ৩২০- নিও’ বিমানে প্রযুক্তিগত গোলযোগ ধরা পড়ে। ফাইল চিত্র।
মাঝ আকাশে উড়ানের সময় দিল্লি থেকে গুয়াহাটিগামী একটি বেসরকারি সংস্থার বিমানের সামনের কাচে চিড় ধরা পড়ল। বুধবার তা নজরে আসার পর ওই বিমানটিকে আপৎকালীন ভিত্তিতে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই জরুরি অবতরণ করে বিমানটি।
‘গো ফার্স্ট’ নামে ওই সংস্থাটির বিমানে গত দু’দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বুধবার ওই সংস্থার ‘এ৩২০- নিও’ বিমানে প্রযুক্তিগত গোলযোগ ধরা পড়ে।
ভারতের আকাশে বিমান পরিবহণের নিয়ন্ত্রক ওই সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার মুম্বই থেকে লেহ্ এবং শ্রীনগর থেকে দিল্লিগামী উড়ানেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। দু’টি ক্ষেত্রেই সেগুলি ‘গো ফার্স্ট’-এর বিমান ছিল। ডিজিসিএ জানিয়েছে, ওই দু’টি বিমানকেই বসিয়ে দেওয়া হয়েছে।