প্রতীকী ছবি।
পেট্রলের উপর মূল্য যুক্ত কর (ভ্যাট) কমাল দিল্লি সরকার। ৩০ শতাংশ থেকে তা কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছে। বুধবার দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এর জেরে দিল্লিতে পেট্রলের দাম কমল ৮ টাকা। কর হ্রাসের জেরে পেট্রলে নতুন মূল্য বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের অনুসারে, বর্তমানে দিল্লিতে পেট্রলের মূল্য লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। কম হওয়ার জেরে দিল্লিতে পেট্রলের দাম নেমে যাবে ১০০ টাকার নীচে।
গত কয়েক মাস ধরে ক্রমাগত দাম বাড়ার কারণে দেশে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছিল, ডিজেলও দামও হয়েছিল ১০০ টাকা ছুঁইছুঁই। এই মূল্য বৃদ্ধির জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকেই দুষছিলেন বিরোধীরা। সেই পরিস্থিতিতে দীপাবলির আগে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা দাম কমায় কেন্দ্র। এর পর বেশ কিছু রাজ্যও পেট্রলের উপর কার্যকর মূল্য যুক্ত কর কমিয়েছিল। অরবিন্দ কেজরীবালের সরকারও হাঁটল সেই পথেই।