সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না সিসৌদিয়া। — ফাইল ছবি।
দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ঘনিষ্ঠ তথা উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে রবিবার তলব করেছিল সিবিআই। কিন্তু মণীশ বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন তদন্তকারী সংস্থার কাছে। সূত্রের খবর, বাড়তি সময়ের আবেদন সম্ভবত মঞ্জুর করছে না সিবিআই। ফলে রাজধানীতে নতুন করে মাথাচাড়া দিয়েছে সঙ্কট।
দিল্লিতে আবগারি দুর্নীতি নিয়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য সিসৌদিয়াকে রবিবার তলব করেছে সিবিআই। শনিবার এ নিয়ে দিল্লির উপমু্খ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগের মতো এ বারও তদন্তকারী সংস্থার সঙ্গে সব রকম সহযোগিতা করবেন তিনি। কিন্তু রবিবার সকালে বাড়তি সময় চেয়ে সিবিআইকে চিঠি দেন তিনি। জানা গিয়েছে, রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ সিবিআই দফতরে সিসৌদিয়ার চিঠি পৌঁছয়। তাতে তাঁকে আরও অন্তত এক সপ্তাহ সময় মঞ্জুর করার আবেদন জানানো হয়।
রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিসৌদিয়া বলেন, ‘‘ফেব্রুয়ারির শেষ নাগাদ যখন সিবিআই বলবে আমি তাদের অফিসে যাব। দিল্লির অর্থমন্ত্রী হিসাবে বাজেট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আমি দিন পিছনোর অনুরোধ করেছি। আমি সব সময় এ রকম কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সহযোগিতা করে এসেছি।’’
কেজরীওয়ালের ডেপুটি সিসৌদিয়া দিল্লিতে নতুন আবগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এই নীতি প্রণয়নের ক্ষেত্রে গত বছরই বড়সড় দুর্নীতি হয়েছিল বলে দাবি করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। মাস তিনেক আগেই এই মামলায় প্রথম চার্জশিট আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও সেই চার্জশিটে নাম ছিল না সিসৌদিয়ার।