Farmers Protest

লালকেল্লা কাণ্ডে দীপ সিধুকে জামিন দিল আদালত

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় অভিযুক্ত এই অভিনেতা তথা সমাজকর্মীকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৮:৪৮
Share:

দীপ সিধু।

দীপ সিধুকে জামিন দিল দিল্লির একটি আদালত। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় অভিযুক্ত এই অভিনেতা তথা সমাজকর্মীকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল। তার পর থেকে পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি।

Advertisement

সোমবার দিল্লির ওই আদালত জানিয়েছে, এই মামলায় ১৪ দিন হেফাজতে নিয়ে জেরা করা হয়েছে দীপকে। তারপর থেকে টানা ৭০ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে তাঁকে। অথচ এই একই ধরনের আর একটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন দীপ। আদালত বলে, এরপরও অভিযুক্তের স্বাধীনতা খর্ব হয় এমন কোনও পদক্ষেপ করা যুক্তিযুক্ত নয়।

শুক্রবারই দীপের জামিন মামলাটির শুনানি ছিল দিল্লির আদালতে। সেখানে দীপকে কেন জামিন দেওয়া হবে না তা জানানোর জন্য দিল্লি পুলিশকে একদিনের সময় দিয়েছিল দিল্লির ওই আদালত। মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শনিবার পর্যন্ত স্থগিত রেখেছিল সিধুর জামিনের শুনানি। সোমবার সিধুর জামিন মঞ্জুর করল আদালত।

Advertisement

উল্লেখ্য গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলে লালকেল্লায় সিধুর বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ ওঠে। এ সংক্রান্ত দু’টি মামলা দায়ের হয়েছিল সিধুর বিরুদ্ধে। একটি মামলায় আগেই জামিন পেয়েছেন সিধু। সোমবার দিল্লির ওই আদালত দ্বিতীয় মামলাটিতেও জামিন দিল তাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement