National News

‘মোটা’ বলায় সহপাঠীর হাতে খুন ক্লাস সেভেনের ছাত্র

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। নিহত ছাত্র আদেশ কুমারের বয়স মাত্র ১৩। দিল্লির কারাওয়াল নগরের বাসিন্দা আদেশ সরস্বতী জ্ঞান পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। ক্লাসের অন্য ছাত্রদের কথায়, আদেশ তার এক সহপাঠীকে প্রায়ই ‘মোটা’ বলে বিদ্রুপ করত। সেই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ১২:০৭
Share:

প্রতীকী ছবি।

গুরুগ্রামে ছাত্র খুনের রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র মৃত্যুর খবর মিলল দিল্লির একটি বেসরকারি স্কুলে। ক্লাসেরই এক সহপাঠীর সঙ্গে ধস্তাধস্তির সময় মাথায় লেগে মৃত্যু হয় সপ্তম শ্রেণির ওই ছাত্রের। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঝগড়া চলার সময় ওই ছাত্রের মাথা দেওয়ালে ঠুকে দেয় তার সহপাঠী। তাতেই মৃত্যু হয় ওই ছাত্রের। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

‘আপনি বিয়ে কবে করবেন?’, রাহুল গাঁধীকে ‘আপার কাট’ বিজেন্দ্রর

Advertisement

এক রাতেই বদলে গেল গল্প, খুনি খোদ অভিযোগকারী স্বামীই

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। নিহত ছাত্র আদেশ কুমারের বয়স মাত্র ১৩। দিল্লির কারাওয়াল নগরের বাসিন্দা আদেশ সরস্বতী জ্ঞান পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। ক্লাসের অন্য ছাত্রদের কথায়, আদেশ তার এক সহপাঠীকে প্রায়ই ‘মোটা’ বলে বিদ্রুপ করত। সেই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ঘটনার দিন আদেশ ফের ওই ছাত্রটিকে একই ভাবে বিদ্রুপ করে। সেই সময় ক্লাসে শিক্ষিকা ছিলেন না। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সেখান থেকে হাতাহাতি। প্রত্যক্ষদর্শী সহপাঠীদের কথায়, ধস্তাধস্তির সময় আদেশের মাথা দেওয়ালে ঠুকে দেয় ওই ছাত্র। তাতেই জ্ঞান হারায় আদেশ। প্রাথমিক ভাবে তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আদেশকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মাথা বাদে আদেশের শরীরে আর কোনও ক্ষতের চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে অনুমান, মাথায় চোটের কারণেই মৃত্যু হয়েছে তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement