Flight Returns to Airport due to Clogged Toilet

শৌচাগার অপরিষ্কার! ১০ ঘণ্টা উড়ানের পর দিল্লির বদলে শিকাগোয় ফিরল বিমান

বিমান সংস্থার তরফে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যা’র কারণেই বিমানটিকে শিকাগোতে ফিরিয়ে আনা হয়! যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়। তবে, বিমানে থাকা যাত্রীরা বলছেন অন্য কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:৪৬
Share:

মাঝআকাশ থেকে ফিরল বিমান। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

শৌচাগার অপরিষ্কার! তাই ১০ ঘণ্টা ওড়ার পরেও গন্তব্যে পৌঁছল না বিমান। যাত্রীদের দীর্ঘ ভোগান্তির পর মাঝ আকাশ থেকে যাত্রীদের নিয়ে ফিরল বিমান। গত বৃহস্পতিবার আমেরিকার শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক বিমানে ঘটনাটি ঘটেছে। বিমানের শৌচাগারটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় শেষমেশ শিকাগোতেই ফিরে যেতে হয়েছে বিমানকে!

Advertisement

গত ৬ মার্চ, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এআই ১২৬ বিমানটি শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ আকাশে আচমকা ঘোষণা করা হয়, জরুরি কারণে বিমানের মুখ ঘোরানো হচ্ছে। প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে সেই শিকাগোতেই ফিরতে হয় যাত্রীদের।

বিমান সংস্থার তরফে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যা’র কারণেই বিমানটিকে শিকাগোতে ফিরিয়ে আনা হয়! যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়। তবে, বিমানে থাকা এক ব্যক্তি জানাচ্ছেন, প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং শৌচাগারে জল জমে যাওয়াতেই এই বিপত্তি! বিমানের ১০টি শৌচাগারের মধ্যে ন’টিই ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। শুধু মাত্র বিজ়নেস ক্লাসের একটি শৌচাগার সচল ছিল। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শেষমেশ ফেরার সিদ্ধান্ত নিতে হয় বিমানচালককে।

Advertisement

বুধবার সকাল ১১টায় শিকাগো থেকে বিমানটি উড়েছিল। রাডারের তথ্য বলছে, গ্রিনল্যান্ডের উপকূলরেখা অতিক্রম করার কিছু ক্ষণ পরেই বিমানটির গতিপথ বদলানো হয়। অর্থাৎ যাত্রা শুরুর প্রায় চার ঘণ্টা ২৫ মিনিটের মাথায় মুখ ঘোরানো হয় বিমানটির। শেষমেশ রাত ৯টার দিকে ফিরে আসে বিমানটি। দিল্লিগামী ওই বিমানটিতে ৩০০-রও বেশি যাত্রী ছিলেন। অব্যবস্থার দায় স্বীকার করে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের বিনামূল্যে বিকল্প যাত্রার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা সেই সুবিধা নেননি, তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার প্রস্তাবও দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement