Rajnath Singh

ভারত সর্বদা যুদ্ধের বিপক্ষে, প্রতিবেশীদের সঙ্গে বরাবর সুসম্পর্ক চেয়েছি, বললেন রাজনাথ

কিন্তু কোনও দেশ যদি আক্রমণ করতে চায় তার জুতসই জবাব দিতে ভারত কখনও পিছপা হবে না বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, ‘‘দেশের মাটি রক্ষার প্রশ্ন এলে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে ভারত সর্বদা প্রস্তুত।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৬:১৭
Share:

তবে কেউ যুদ্ধ করতে এলে ভারত তার জবাব দিতে সর্বদা প্রস্তুত বলে মনে করালেন রাজনাথ সিংহ। ছবি: টুইটার।

ভারত কখনও কোনও দেশের সঙ্গে যুদ্ধ চায়নি। সব সময় প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

অরুণাচল প্রদেশে সিয়োম সেতুর উদ্বোধন-সহ মোট ২৭টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ। এই প্রকল্পগুলির রূপায়ণের দায়িত্বে রয়েছে বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও)। সেখানে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, ‘‘বসুধৈব কুটুম্বকম্ শব্দবন্ধ তো এ দেশের মাটি থেকে উঠে এসেছে। আমরা ভারতীয়রা শান্তির পূজারী। আবারও শক্তিরও উপাসক।’’ পররাষ্ট্রনীতি নিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাবে বলেছেন যে এটা যুদ্ধের যুগ নয়। ভারতের সংকল্প এটাই। এই সংকল্পের মাধ্যমে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত।’’

কিন্তু কোনও দেশ যদি আক্রমণ করতে চায় তার জুতসই জবাব দিতে ভারত কখনও পিছপা হবে না বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ‘‘যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, সেই চ্যালেঞ্জ নিতে আমরা সব সময় প্রস্তুত।’’ রাজনাথ আরও বলেন, ‘‘দেশের মাটি রক্ষার প্রশ্নে কোনও আপস নয়। সীমান্তে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা ভারতের আছে।’’

Advertisement

ভারতের ভৌগোলিক অবস্থানে উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব কতখানি, সেটা বোঝাতে গিয়ে রাজনাথ জানান, শুধু মাত্র দেশের সমষ্টিগত উন্নয়নের রাস্তা উত্তর-পূর্ব ভারত নয়, উত্তর-পূর্ব ভারত মানে সমগ্র পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক, বাণিজ্যিক, ভ্রমণ এবং পর্যটন শিল্পের সরাসরি সম্বন্ধ।’’ উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে মোদী সরকার নিয়ত কাজ করে চলেছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement