যাবজ্জীবনের চেয়ে মৃত্যু ভাল

কোনও মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার থেকে মৃত্যুদণ্ড দেওয়াই ভাল বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজীব গাঁধী হত্যাকাণ্ডে অভিযুক্তদের মুক্তি দেওয়া নিয়ে তামিলনাড়ুর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:২৭
Share:

কোনও মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার থেকে মৃত্যুদণ্ড দেওয়াই ভাল বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজীব গাঁধী হত্যাকাণ্ডে অভিযুক্তদের মুক্তি দেওয়া নিয়ে তামিলনাড়ুর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেই মামলার শুনানিতেই আজ এই মন্তব্য শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, মানুষ আশা নিয়েই বাঁচে। কোনও মানুষকে সারা জীবন জেলে আটকে রাখার যুক্তি কী? বরং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া ভাল। তাঁদের প্রশ্ন, যে আসামি জানেন যে, তিনি কখনও বেরোতে পারবেন না, তিনি নিজেকে সংশোধনই বা করতে চাইবেন কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement