PAN card

প্যান-আধার যুক্ত করার সময়সীমা তিন মাস বাড়াল কেন্দ্র, ৩০ সেপ্টেম্বর শেষ তারিখ

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কোভিড অতিমারির কারণেই এই পদক্ষেপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৯:৫৯
Share:

প্রতীকী ছবি।

পূর্ব নির্ধারিত সূচি জানিয়েছিল, আগামী ৩০ জুন প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার সময়সীমা শেষ হবে। কিন্তু কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সেই সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হবে। কোভিড অতিমারির কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

Advertisement

প্যান-আধার লিঙ্কের পদ্ধতিগত সরকারি নির্দেশিকাও দিয়েছে অর্থ মন্ত্রক। বলা হয়েছে, আয়কর দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ গিয়ে ‘আওয়ার সার্ভিস’ বলে ‘অপশন’-এ যেতে হবে। সেখানে গিয়ে ‘লিঙ্ক আধার’ বিকল্পে ক্লিক করতে হবে এবং আধার কার্ড ও প্যান কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে।

এর আগে পিএফ-আধার যুক্ত করার বিষয়ে সময় নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়সীমাও বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয় কেন্দ্রের তরফ থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement