দাউদ ইব্রাহিম। ফাইল চিত্র।
ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন। জেরায় পুলিশের কাছে এ কথাই জানিয়েছেন দাউদের ভাই ইকবাল কাসকর। কাসকরের এই স্বীকারোক্তির কথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মুম্বই পুলিশের এক আধিকারিক। তাঁর দাবি, কাসকর দাউদের চার-পাঁচটি ঠিকানাও তুলে দিয়েছে পুলিশের হাতে।
তোলাবাজির মামলায় গত মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দারা কাসকরকে মুম্বই থেকে গ্রেফতার করে। গত দু’দিন ধরে তাঁকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দা ও অপরাধ দমন শাখার অফিসাররা। পুলিশের দাবি, জেরায় দাউদ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কাসকর।
আরও পড়ুন: ‘টেররিস্তান’ বলে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের
১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছেন। করাচি এবং সে দেশের অন্যান্য শহরে দাউদের ন’টি ঠিকানার একটি তালিকা আগেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। বার বার দাবিও জানিয়েছে দাউদ সে দেশেই আছে। কিন্তু পাকিস্তান সে কথা বার বার অস্বীকার করেছে। তবে কাসকরের স্বীকারোক্তি ভারতের দাবিকে আরও জোরালো করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জেরায় ঠিক কী জানিয়েছেন কাসকর?
সংবাদ সংস্থা পিটিআইকে মুম্বইয়ের ওই পুলিশ আধিকারিক জানান, শুধু দাউদ-ই নয়, তাঁর ভাই আনিস ইব্রাহিমও পাকিস্তানেই রয়েছে। তাঁদের সঙ্গে সম্প্রতি চার-পাঁচ বার কথাও হয়েছে কাসকরের। পাশাপাশি, জেরায় কাসকর এটাও জানিয়েছেন, ফোন ট্যাপ হওয়ার আশঙ্কায় ভারতে তাঁর আত্মীয় ও দলবলকে ফোন করতে ভয় পাচ্ছেন দাউদ।
আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ে গ্রেনেড, হত তিন
পুলিশ জানিয়েছে, দাউদের মাদক ব্যবসা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছে। মুম্বইয়ে তাঁর রিয়েল এস্টেট-এর ব্যবসা সামলাতেন কাসকর। বেশ কয়েক বছর ধরেই ঠাণে ও মুম্বইয়ে দাউদের লোকেদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছিল। দিনে দিনে তোলাবাজির দাপটও বেড়ে চলেছিল। ২০১৩ থেকে ঠাণেতে দাউদের নাম করে রিয়েল এস্টেট-এর ব্যবসায়ী হুমকি দিচ্ছিলেন কাসকর। অবশেষে পুলিশের জালে পড়েন তিনি।
বৃহস্পতিবারই মহারাষ্ট্র নব নির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে একটি অনুষ্ঠানে গিয়ে দাবি করেন, শারীরিক ভাবে প্রতিবন্ধী দাউদ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তিনি। কারণ জীবনের শেষ সময়টা নাকি তিনি এ দেশেই কাটাতে চান!