Navjot Singh Sidhu

Daler Mehndi-Navjot Sidhu: দুই খ্যাতনামীর ঠিকানা পটিয়ালা জেল! একই ব্যারাকে দালের মেহেন্দি ও নভজ্যোৎ সিধু

সূত্রের খবর, পটিয়ালা জেলের একই ব্যারাকে রয়েছেন সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি ও প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:০৩
Share:

ফাইল চিত্র।

এক জন দেশের নামী গায়ক। অপর জন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা। ক’মাসের ব্যবধানে দু’জনেরই বর্তমান ঠিকানা জেল। দালের মেহেন্দি ও নভজ্যোৎ সিধুর কথাই হচ্ছে। জানা গিয়েছে, এই দুই খ্যাতনামী পটিয়ালা জেলের একই ব্যারাকে রয়েছেন।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক জেলের এক আধিকারিক জানিয়েছেন, ১০ নং ওয়ার্ডে রাখা হয়েছে দালেরকে। সেখানেই রয়েছেন সিধু।

২০০৩ সালের মানব পাচার মামলায় দালেরকে দু’বছরের কারাদণ্ডের যে সাজার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই রায় বহাল রেখেছে পটিয়ালা আদালত। এই রায়ের পর পরই গ্রেফতার করা হয় সঙ্গীতশিল্পীকে।

Advertisement

অন্য দিকে, ৩৪ বছর আগে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছে সিধুর।

সূত্রের খবর, দালেরের জন্য কোনও বিশেষ ডায়েট বা বাড়ির খাবারের আবেদন জানানো হয়নি। গত ২০ মে থেকে জেলবন্দি রয়েছেন সিধু। চিকিৎসকদের পরামর্শ মেনে সিধুর জন্য বিশেষ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। যা ঘিরে চর্চাও হয় বিভিন্ন মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement