COVID-19

India Covid Update: দু’হাজারের নীচে নামল করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় কমল মৃত্যুও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে মোট ১৯ জন এক দিনে মারা গিয়েছেন। সোমবার মারা গিয়েছিলেন ২৭ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১১:০২
Share:

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফাইল চিত্র ।

দেশ জুড়ে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। একই সঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকদিন পর দু’হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এক হাজার ৫৬৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল দু’হাজার ২০২। দেশে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা চার কোটি ৩১ লক্ষ ২৫ হাজার ৩৭০ জন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে মোট ১৯ জন এক দিনে মারা গিয়েছেন। সোমবার মারা গিয়েছিলেন ২৭ জন। কোভিড আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষ ২৪ হাজার ২৬০ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ২৬০। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৯১৭। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা কমেছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই সংখ্যা ছিল ৬১৩। তবে এখনও শীর্ষে দিল্লিই। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে কেরল। কেরলে গত ২৪ ঘণ্টায় ৩১১ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement