প্রতীকী ছবি।
এক অভিনব ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটল উত্তর দিল্লির মুখার্জি নগর এলাকায়।
ডাকাতরা ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা লুঠ করেছিল। কিন্তু লুঠের পুরো টাকাটাই ছিল ৫ টাকা ও ১০ টাকার কয়েনে। শুনে আশ্চর্য লাগলেও এমনটাই ঘটেছে মুখার্জি নগর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। সাধারণত যত ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে, ডাকাতরা নোটই লুঠ করে। কিন্তু দিল্লির এই ডাকাতির ঘটনা একেবারে অন্য ধরনের।
আরও পড়ুন: বাবার রায়ে গলদ খুঁজে ইতিহাস গড়লেন ছেলে
আরও পড়ুন: শীর্ষ আদালতে স্বীকৃতি পেল ব্যক্তিপরিসর
গত সোমবার রাতে তিন জনের একটি ডাকাত দল ওই ব্যাঙ্কে আসে। গ্যাস কাটার দিয়ে জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকে। ভল্টও ভেঙে ফেলে তারা। কিন্তু ভল্টে সাজানো ২০০০ টাকার নোটের বান্ডিলের দিকে ভুলেও হাত বাড়ায়নি।
কেন?
পুলিশ জানিয়েছে, একটি গুজবই ডাকাতদের ২০০০ টাকার নোট লুঠ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যখন ২০০০ টাকার নোট বাজারে আসে একটা গুজব ছড়িয়েছিল যে ওই নোটে মাইক্রো চিপ লাগানো আছে। কেউ যদি টাকা চুরিও করে, তা হলে সেই চিপের সূত্র ধরে পুলিশ তাকে ঠিক ধরে ফেলবে। সেটা ছিল একটা গুজব মাত্র। যা মেনে নেয় রিজার্ভ ব্যাঙ্কও। কিন্তু ডাকাতরা সেই গুজবকেই সত্যি বলে ধরে নিয়েছিল। তাদের ধারণা ছিল, কয়েন যদি লুঠ করা যায়, তা হলে কেউই তাদের চিহ্নিত করতে পারবে না। তাদের প্রতি কোনও সন্দেহ জাগবে না। সেই ধরণার বশেই থলে ভরে ৫ টাকা ও ১০ টাকার কয়েন লুঠ করে ডাকাতরা। পুলিশও ডাকাতদের এই কাণ্ডে অবাক। যদিও পরে তিন ডাকাতকেই গ্রেফতার করে পুলিশ।