Chhattisgarh

আহত ব্যক্তিকে কাঁধে নিয়ে ৫ কিমি হেঁটে হাসপাতালে গেলেন কোবরা জওয়ানরা!

এ বার ছত্তীসগঢ়ের নকশাল অধ্যুষিত এলাকায় দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কাঁধে করে পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে নিয়ে গিয়ে নেটিজেনদের হৃদয় জয় করলেন কোবরা বাহিনীর জওয়ানরা।

Advertisement

সংবাদ সংস্থা

বিজাপুর শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১০:৫৪
Share:

অসুস্থ ব্যক্তিকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কোবরা জওয়ানরা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

শুধু মাত্র শত্রুর মোকাবিলা নয়, দেশের সাধারণ মানুষের বিপদে সাহায্য করে প্রায়শই খবরের শিরোনামে আসে সেনাবাহিনীর জওয়ানরা। কিছুদিন আগে কাশ্মীরের রাস্তায় শারীরিক প্রতিবন্ধী শিশুকে খাইয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। এ বার ছত্তীসগঢ়ের নকশাল অধ্যুষিত এলাকায় দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কাঁধে করে পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে নিয়ে গিয়ে নেটিজেনদের হৃদয় জয় করলেন কোবরা বাহিনীর জওয়ানরা।

Advertisement

ছত্তীসগঢ়ের নকশাল অধ্যুষিত এলাকা বিজাপুর। সেখানে প্রায়শই রুটিন তল্লাশি চালায় সিআরপিএফের কোবরা বাহিনী।ওই এলাকায় যাতায়াত ব্যবস্থা এখনও বেশ অনুন্নত। সম্প্রতি রুটিন তল্লাশি চালানোর সময় কোবরা বাহিনীর সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। গ্রামবাসীরা জওয়ানদের জানান, আহত ওই ব্যক্তির নাম আন্দু। মাঠে কাজ করার সময় ট্রাক্টর থেকে পড়ে আহত হয়েছেন তিনি। কিন্তু ওই এলাকা থেকে নিকটবর্তী হাসপাতালের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।

আহত আন্দুকে দেখেই কোবরা বাহিনীর জওয়ানরা বুঝতে পারেন যে, তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন। তাই দেরি না করে তাঁরা আন্দুকে চৌকিতে শুইয়ে কাঁধে করেই নিয়ে যান হাসপাতালে। আর এই পাঁচ কিলোমিটার রাস্তার পুরোটাই তাঁরা গিয়েছেন হেঁটে, চড়া রোদের মধ্যে দিয়ে।

Advertisement

এই ছবি ছড়িয়ে পড়তেই জওয়ানদের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। দেশবাসীর প্রতি সেনাদের এই ভালবাসায় মুগ্ধ হয়েছেন তাঁরা।

আরও পড়ুন: বায়ুসেনার নিখোঁজ বিমানের সঙ্গে অদ্ভুত মিল ১০ বছর আগের এক ঘটনার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement