CPM

মহারাষ্ট্রে পঞ্চায়েতে সাফল্য সিপিএমের

মহারাষ্ট্রের মোট ৯২টি গ্রাম পঞ্চায়েতের সভাপতি (সরপঞ্চ) পদে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। এই জয় এসেছে মূলত নাসিক, পালঘর, আহমেদনগর জেলা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ০৮:৫০
Share:

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রে বামেদের কৃষক আন্দোলন ও পদযাত্রা নজর কেড়েছিল। এ বার সেই রাজ্যেই পঞ্চায়েত ভোটে সাফল্য পেল তারা। মহারাষ্ট্রের মোট ৯২টি গ্রাম পঞ্চায়েতের সভাপতি (সরপঞ্চ) পদে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। এই জয় এসেছে মূলত নাসিক, পালঘর, আহমেদনগর জেলা থেকে। নাসিক, পালঘর থেকেই পদযাত্রা করে মুম্বইয়ে এসে বিরাট জমায়েত করেছিল কৃষক সভা। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, ওই জেলাগুলিতে একশোর বেশি গ্রাম পঞ্চায়েতে আসনও জিতেছে সিপিএম। কৃষক সভার সর্বভারতীয় সভাপতি এবং মহারাষ্ট্রের নেতা অশোক ধওয়লে কান্নুর পার্টি কংগ্রেস থেকে সিপিএমের পলিটবুরোয় এসেছেন কৃষক আন্দোলনে তাঁর ভূমিকার জন্যই। তাঁর মতে, রাতারাতি বিরাট পরিবর্তন না হয়ে গেলেও কৃষকদের নিয়ে আন্দোলন এবং শ্রেণিগত লড়াইয়ের ফল মিলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement