Maharashtra Assembly Election 2024

মহারাষ্ট্রে ভোটের প্রচারে সেলিমও

মহারাষ্ট্রে এ বার তিনটি বিধানসভা আসনে লড়ছে সিপিএম। দহনু কেন্দ্রে তাদের বিধায়ক আছে। কলওয়ান আসনে আগে ৭ বার জিতেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৬:৩৭
Share:

মহারাষ্ট্রের সোলাপুরে প্রচারে মহম্মদ সেলিম। —নিজস্ব চিত্র।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ময়দানে সক্রিয় এ রাজ্যের বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে দেখা গেল বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। সে রাজ্যে সোলাপুর সিটি সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নসরাইয়া আদম মাস্টারের সমর্থনে প্রচার-সভায় গিয়েছিলেন দলের পলিটব্যুরো সদস্য সেলিম। আগে তিন বার বিধায়ক হয়েছিলেন আদম।

Advertisement

সোলাপুরের সভায় মহারাষ্ট্রে বিজেপি সরকারের জনতাকে ধোঁকা দেওয়া, সাম্প্রদায়িক বিতর্ক বাঁধানোর চেষ্টা এবং জনতার করের টাকায় অম্বানী-আদানিদের মুনাফা করিয়ে দেওয়ার কর্মকাণ্ডকে আক্রমণ করে কৃষক, শ্রমিকদের স্বার্থে বাম প্রার্থীকে সমর্থনের আবেদন জানিয়েছেন সেলিম। মহারাষ্ট্রে এ বার তিনটি বিধানসভা আসনে লড়ছে সিপিএম। দহনু কেন্দ্রে তাদের বিধায়ক আছে। কলওয়ান আসনে আগে ৭ বার জিতেছে সিপিএম। ওই দুই আসনে সিপিএম লড়ছে এমভিএ জোটের শরিক হিসেবে। সোলাপুর সিটি সেন্ট্রাল কেন্দ্রে বিরোধী জোটের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ হচ্ছে। সিপিএমের মহারাষ্ট্র রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য অশোক ধওয়েলের বক্তব্য, মোট ৬টি আসন তাঁরা এমভিএ জোটের কাছে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য দাবিপূরণ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement