CPM

CPM: নজিরবিহীন সাফল্যকে মান্যতা দিয়ে ১০ বছরে কেরলে দ্বিতীয় বার পার্টি কংগ্রেস সিপিএমের

পার্টির দক্ষিণের নেতাদের দাবিকে মান‌্যতা দিয়ে ১০ বছরে দ্বিতীয় বার সিপিএমের পার্টি কংগ্রেস হবে কেরলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০২:১১
Share:

ফাইল চিত্র।



নিজস্ব সংবাদদাতা
কলকাতা

২০২১ সালে নজিরবিহীন সাফল্য এসেছে কেরলে। তাই পার্টির দক্ষিণের নেতাদের দাবিকে মান‌্যতা দিয়ে ১০ বছরে দ্বিতীয় বার সিপিএমের পার্টি কংগ্রেস হবে কেরলে। কেরলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের নজির আছে। কিন্তু সেই নজিরের বদল ঘটিয়ে পর পর দু’বার কেরলে সরকার গঠন করেছে বামেরা। তাই কেরল সিপিএমের দাবি ছিল, পার্টি কংগ্রেস হোক তাদের রাজ্যেই। সেই দাবিকে মান্যতা দিয়েই কেরলের কুন্নুরে হবে সিপিএমের পার্টি কংগ্রেস।

প্রসঙ্গত, দক্ষিণের আরও একটি রাজ্যে সাফল্য পেয়েছে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেস ও বামফ্রন্ট মিলে পরাস্ত করেছে বিজেপি ও এআইএডিএমকে জোটকে। তাই স্বাভাবিক ভাবেই সিপিএমে এখন দক্ষিণী নেতাদের দাপট।

প্রসঙ্গত, ২০০৫ সালে দিল্লিতে সিপিএমের পার্টি কংগ্রেসের পর থেকে ধারাবাহিক ভাবে দক্ষিণের রাজ্যগুলিতেই হয়ে আসছে। ২০০৮ সালে সিপিএমের পার্টি কংগ্রেস হয়েছিল তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ ও কেরলে বিধানসভা নির্বাচন থাকায় পার্টি কংগ্রেস এক বছর পিছিয়ে গিয়েছিল। ২০১২ সালে সিপিএমের পার্টি কংগ্রেস হয়েছিল কেরলের কোঝিকোড়ে। ২০১৫ সালের পার্টি কংগ্রেস হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ২০১৮ সালের পার্টি কংগ্রেস হয়েছিল তেলঙ্গানায়। ২০২১ সালে কেরল ও পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন থাকায় ফের পিছিয়ে গিয়েছিল সিপিএমের পার্টি কংগ্রেস। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেলেও, দ্বিতীয় বারের জন্য কেরলে বিজয় কেতন ওড়ায় সিপিএম। তার পরেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে কেরলে পার্টি কংগ্রেস করার দাবি জানায়। পার্টির সেই দাবিতে সিলমোহর দেয় কেন্দ্রীয় কমিটি। তাই ১০ বছরে নজিরবিহীন ভাবে কেরলে দ্বিতীয় বার পার্টি কংগ্রেস হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement