গ্রাফিক: শৌভিক দেবনাথ
গোরক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ টানা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তা-ই নয়, কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সে দিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বললেন দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র। জাতি ও ধর্মের নামে কোনও রকম হিংসাও ছড়ানো যাবে না বলে সতর্ক করেছেন তিনি।
গোরক্ষা নিয়ে সংঘটিত হিংসার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করেন তুষার গাঁধী নামের জনৈক ব্যক্তি। এ ছাড়াও কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালাও এই একই মর্মে আবেদন পেশ করেন। ৩ জুলাই, মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র এ কথা জানিয়ে বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’
আরও পড়ুন: ‘দুধ দেব না’, মোদীর চায়ে পে চর্চাকে তেজপ্রতাপের খোঁচা
মুম্বইয়ে রেল লাইনে ভেঙে পড়ল ব্রিজ, আহত ৬, আটকে বহু
গোরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসা রুখতে ২০১৭-তে দেশের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এমনকী, গো রক্ষা বাহিনীর কার্যকলাপ খতিয়ে দেখতে ওই রাজ্যগুলিকে আধিকারিক নিয়োগের কথাও জানায় আদালত।
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায় সাংবিধানিক ভাবেই রাজ্যের উপর বর্তায়। এ প্রসঙ্গেও আজ দীপক মিশ্র জানান, ‘কেবলমাত্র অভিযোগ দায়ের করেই রাজ্য নিজের হাত ধুয়ে ফেলতে পারে না। বরং এই ধরনের ঘটনা বন্ধ করতে রাজ্যকেই হতে হবে তৎপর।’