National News

‘গরু পাচারকারী’ তকমা দিয়ে বিবস্ত্র করে নিগ্রহ উত্তরপ্রদেশে

‘গরু পাচারকারী’ তকমা লাগিয়ে এক জনকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্মম ভাবে পেটানো হল। আর গোটা ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এক অসহায় পুলিশকর্মী। উত্তরপ্রদেশের এটা জেলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ২১:১৬
Share:

সেই নিগৃহীত ‘গরু পাচারকারী’।

ফের অসহিষ্ণুতার ঘটনা ঘটল। এ বার যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে।

Advertisement

‘গরু পাচারকারী’ তকমা লাগিয়ে এক জনকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্মম ভাবে পেটানো হল। আর গোটা ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এক অসহায় পুলিশকর্মী। উত্তরপ্রদেশের এটা জেলায়।

গোটা ঘটনাটার ভিডিও ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। সেখানে অসহায় পুলি‌শকর্মীকে দূরে দাঁড়িয়ে গোটা ঘটনাটা দেখতে দেখা গিয়েছে। ওই ‘গরু পাচারকারী’কে নির্মম ভাবে পেটানোর পর বিবস্ত্র করে তাঁকে বেশ কিছুটা পথ হাঁটানো হয়।

Advertisement

আরও পড়ুন- পাকিস্তানের জয়ে উল্লাস করায় গ্রেফতার ১৫

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছু দিন আগেই বলেছিলেন, গরু পাচারকারীদের কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আর্জিও জানিয়েছিলেন যোগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement