ওসমানাবাদ হাসপাতালে চেয়ারে বসেই অক্সিজেন নিচ্ছেন বৃদ্ধ। ছবি টুইটার থেকে নেওয়া।
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ। এই আক্রান্ত বৃদ্ধির জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সক্রিয় রোগী এই মুহূর্তে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাতে চিকিৎসা পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে। রবিবার মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও শয্যা আর খালি নেই। কিন্তু রোগী এসেই যাচ্ছে। সেই সব রোগীকে শয্যা দিতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ চেয়ারে বসিয়েই চিকিৎসা করছেন। কোভিডের জেরে এই ভয়াবহ অবস্থার চিত্র ফুটে উঠেছে ওই ভিডিয়োয়।
দেখা যাচ্ছে, চেয়ারে বসিয়েই অক্সিজেন দেওয়া হচ্ছে বয়স্কদের। তাঁদের মধ্যে কেউ কেউ এতটাই অসুস্থ যে, তাঁরা চোখ খুলে রাখতে পারছেন না। কিন্তু উপায় নেই। সেই অবস্থাতেই বসে থাকতে হচ্ছে তাঁদের। দিন কয়েক আগে মুম্বইয়ের কাছে একটি হাসপাতালে দেখা গিয়েছিল এক শয্যায় ২ জন যুবককে শুয়ে থাকতে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ। সে রাজ্যের বেশির ভাগ জেলাতেই ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ওসমানাবাদ জেলাতেও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৩০০। সে জেলার এই ছবি সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভয়ের সঞ্চার করছে। এখনই যদি এই অবস্থা হয়, তা হলে আক্রান্ত আরও বাড়লে কী পরিস্থিতি হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
খালি নেই শয্যা। তাই চেয়ারে বসেই নিতে হচ্ছে চিকিৎসা পরিষেবা। ছবি টুইটার থেকে নেওয়া।