kerala

এখনও রাশ টানা যায়নি, কেরলে লকডাউনের মেয়াদ বাড়ল আগামী ২৩ মে পর্যন্ত

রাজ্যে সংক্রমণের হার এখনও অনেক বেশি। সেই কারণেই পূর্ণ লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৯:১৯
Share:

প্রতীকী চিত্র

সংক্রমণে রাশ টানতে কেরলে লকডাউনের মেয়াদ বাড়াল পিনারাই বিজয়ন সরকার। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত কেরলে লকডাউন জারি থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবাই খোলা থাকবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখমন্ত্রী বিজয়ন বলেন, রাজ্যে সংক্রমণের হার এখনও অনেক বেশি। সেই কারণেই পূর্ণ লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়াও তিরুঅনন্তপুরম, এর্নাকুলাম, ত্রিশূর, মলপ্পুরমে সংক্রমণের হার অনেক বেশি। সে কারণে ওই চার জেলায় ‘ত্রি-স্তরীয় লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত ২৪ ঘন্টায় কেরলে ৩৯,৯৫৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়ে। প্রাণ হারিয়েছেন ৯৭ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement