প্রতীকী ছবি।
প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে আগে, এ কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এ বার তাঁদের সংখ্যাও জানাল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে এই সংখ্যা প্রায় ১ কোটি। এই সামনের সারির যোদ্ধাদের আগে টিকা দেওয়া হবে বলেও এ দিন ফের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
দেশে কোভিড টিকাকরণ শুরু হচ্ছে খুব শীঘ্রই। সর্বদল বৈঠকে শুক্রবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনায় দ্বিতীয় সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তবে শুক্রবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল কোভিড টিকাকরণ। সর্বোপরি টিকা ব্যবস্থাপনা এবং কোন পদ্ধতিতে টিকা দেওয়া হবে, শুক্রবারের বৈঠকে সে সব নিয়ে বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি ‘প্রেজেন্টেশন’ দেওয়া হয়। তাতেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, সারা দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন মিলিয়ে মোট সংখ্যা প্রায় ১ কোটি। এই শ্রেণিকে প্রথম টিকা প্রয়োগের পর পুলিশ, সেনা ও অন্যান্য বাহিনীর জওয়ান মিলিয়ে রয়েছেন আরও ২ কোটি মানুষ, যাঁদের টিকা দেওয়া হবে।
আরও পড়ুন: দাম নিয়ে কথা চলছে, খুব শীঘ্রই শুরু হবে টিকাকরণ, জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: অর্থনীতিতে বৃদ্ধি আশাতীত, জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক
অর্থাৎ সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা এই ৩ কোটি মানুষের টিকাদান সম্পূর্ণ হওয়ার পরেই সাধারণ মানুষ পাবেন টিকা। যদিও প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে জানিয়েছেন, কো-মর্বিডিটি থাকলে তাঁদেরও প্রাধান্য দেওয়া হবে টিকা দেওয়ার ক্ষেত্রে।