ফাইল চিত্র।
দেশে আবার ভয় ধরাচ্ছে করোনাভাইরাস। ১০৯ দিন পর ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক কোভিড সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পার করল। এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। সংক্রমণের হার বুধবারের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১১ জন। কোভিডকে হারিয়ে দেশে এক দিনে সুস্থ হয়েছেন সাত হাজার ৬২৪ জন। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ।
দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাতে সংক্রমণের হার বাড়ছে। বুধবার মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৪। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৭৫ জন। গত কয়েকদিনের তুলনায় পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। বুধবার নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২৩০ জন। তেলঙ্গানায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৫। গুজরাতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৪ জন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।