প্রতীকী ছবি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন তিন হাজার ১১৬ জন। দু’বছরের পরিসংখ্যান বিচার করলে গত ৬৭৬ দিনে এই সংখ্যা সর্বনিম্ন। তবে গত কয়েকদিন ধরেই এই সংখ্যা ধারাবাহিক ভাবে কমেই চলেছে।
এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল চার কোটি ২৯ লক্ষ ৯০ হাজার ৯৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। সোমবার সকাল আটটা পর্যন্ত নেওয়া হিসেবে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৮ হাজার ৬৯ জন। যা আগের দিনের থেকে সংখ্যায় দু’হাজার ৪৯০ কম।
২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। দৈনিক সংক্রমণের হার অর্থাৎ মোট করোনা পরীক্ষার নিরীখে সংক্রমিত হয়েছেন ০.৪১ শতাংশ।