Coronavirus

Coronavirus India: একদিনে দেশে মৃত ৪৭, দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৬ দিনে সবচেয়ে কম

কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যাও কমেছে। দেশে এখন করোনা রোগী রয়েছেন ৩৮ হাজার ৬৯ জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১২:২৭
Share:

প্রতীকী ছবি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন তিন হাজার ১১৬ জন। দু’বছরের পরিসংখ্যান বিচার করলে গত ৬৭৬ দিনে এই সংখ্যা সর্বনিম্ন। তবে গত কয়েকদিন ধরেই এই সংখ্যা ধারাবাহিক ভাবে কমেই চলেছে।

Advertisement

এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল চার কোটি ২৯ লক্ষ ৯০ হাজার ৯৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। সোমবার সকাল আটটা পর্যন্ত নেওয়া হিসেবে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৮ হাজার ৬৯ জন। যা আগের দিনের থেকে সংখ্যায় দু’হাজার ৪৯০ কম।

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। দৈনিক সংক্রমণের হার অর্থাৎ মোট করোনা পরীক্ষার নিরীখে সংক্রমিত হয়েছেন ০.৪১ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement