COVID-19

Covid-19: মোদীর দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জেরেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ, অভিযোগ রাহুলের

প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও মোদী নিজের ভাবমূর্তি মেরামতের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রাহুলের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৭:২১
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই দেশ জুড়ে করোনার ঢেউ আছড়ে পড়েছে বলে অভিযোগ করলেন রাহুল গাঁধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘কোভিডের প্রথম ঢেউ কেউ আঁচ করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রীই দায়ী। তাঁর নাটকবাজি এবং দায়িত্ব পালনে ব্যর্থতাই এর জন্য দায়ী।’’

Advertisement

মোদীকে একজন ‘ইভেন্ট ম্যানেজার’ হিসেবে বর্ণনা করে রাহুল বলেন, ‘‘মুশকিলটা হল উনি (মোদী) একসঙ্গে একাধিক ইভেন্ট সামলাতে পারেন না। একটি ইভেন্টের আয়োজন করবেন। সেটিকে ঘিরেই ওর কার্যকলাপ চলবে। কিন্তু সঙ্কটের এই পরিস্থিতিতে ইভেন্ট ম্যানেজার নয়, দেশের প্রয়োজন এক জন দক্ষ প্রশাসকের।’’

ভাইরাস সংক্রমণ সম্পর্কে মোদী অজ্ঞ বলেও অভিযোগ করেছেন রাহুল। পাশাপাশি, কেন্দ্রের গণ টিকাকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, ‘‘এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাকিরা সংক্রমণের মুখে।’’ প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও মোদী নিজের ভাবমূর্তি মেরামতের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন রাহুল। কিন্তু সেই প্রচেষ্টার কাজ হবে না জানিয়ে কেরলের কংগ্রেস সাংসদের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রীর ভাবমূর্তির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।’’

Advertisement

রাহুলের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘মোদীর যখন দেশবাসীকে রক্ষা করতে অতিমারির বিরুদ্ধে লড়াই করছে, সে সময় ‘নৌটঙ্কি’র মতো শব্দ ব্যবহার করে রাহুল দেশ এবং দেশের মানুষকে অপমান করতে চেয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement