Savarkar defamation case

সাভারকরের অবমাননা মামলায় রাহুলকে স্বস্তি দিল আদালত, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাংসদ পদ হারানোর পর ২০২৩ সালের ২৫ মার্চ এক সাংবাদিক বৈঠকে রাহুল বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩
Share:
Court grants permanent exemption from appearance to Congress MP Rahul Gandhi in defamation case of VD Savarkar

—ফাইল ছবি।

সাভারকর বীর না বিশ্বাসঘাতক, দু’বছর আগে সেই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছিলেন তিনি। দায়ের হয়েছিল অবমাননার মামলা। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতাকে সেই মামলায় স্বস্তি দিল পুণের আদালত। তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দিয়েছেন বিচারক।

Advertisement

‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাংসদ পদ হারানোর পর ২০২৩ সালের ২৫ মার্চ এক সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, যে মন্তব্য করেছিলেন তার জন্য তিনি কি ক্ষমা চাইবেন? রাহুল জবাবে বলেছিলেন, “আমার পদবি সাভারকর নয় যে আমি ক্ষমা চেয়ে মাথা নত করব। আমি গান্ধী, অন্যায়ের কাছে মাথা নিচু করি না।”

এর পরেই শুরু হয়েছিল বিতর্ক। বিনায়ক দামোদর সাভারকরের পৌত্র রঞ্জিত অবমাননার মামলা করেছিলেন রাহুলের বিরুদ্ধে। তাঁকে জামিনও নিতে হয়েছিল। মঙ্গলবার মামলার শুনানিপর্বে বিচারক অমল শিন্দে বলেন, ‘‘লোকসভার বিরোধী দলনেতার নিয়মিত নানা কর্মসূচিতে থাকেন। তিনি জ়েড প্লাস নিরাপত্তাও পান। তাই তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হল।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের আগে ২০২০-তে দিল্লির রামলীলা ময়দানেও একটি জনসভায় রাহুল বলেছিলেন, ‘‘আমার নাম রাহুল সাভারকর নয়, আমার নাম রাহুল গান্ধী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement