—প্রতীকী চিত্র।
উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ২০০৫ সালের ১২ অক্টোবর হায়দরাবাদে পুলিশের টাক্স ফোর্স অফিসের সামনে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া দশ অভিযুক্তকেই বেকসুর খালাস করল আদালত। ২০০৫ সালের ওই বিস্ফোরণে হামলাকারী ছাড়াও এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। ওই মামলায় দশ জনকে হুজি জঙ্গি সন্দেহে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। বৃহস্পতিবার এই রায় দেয় হায়দরাবাদের নামপল্লি আদালত।
আদালত তার রায়ে জানিয়েছে, অভিযুক্তরা যে এই বিস্ফোরণের ঘটনায় জড়িত তা প্রমাণে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আদালতের নির্দেশে ঘটনার প্রায় ১২ বছর পর বৃহস্পতিবার চঞ্চলগুড়া জেল থেকে ৭ অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে এক অভিযুক্ত আগে থেকেই জামিনে মুক্ত ছিলেন। এই মামলার দুই অভিযুক্ত ২০০৫ সালের জৌনপুর শ্রমজীবী এক্সপ্রেস বিস্ফোরণ মামলাতেও অভিযুক্ত। এই দু’জনকে উত্তরপ্রদেশের জৌনপুর জেলে স্থানান্তর করা হবে।
আরও পড়ুন:
বর্ণিকা কাণ্ডের ছায়া গুরুগ্রামে