সীমান্তে পরিস্রুত জল দেবে কেন্দ্র

কমিটির রিপোর্টের পরই সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক হয় কেন্দ্রের। পানীয় জল প্রতিমন্ত্রী এস এস অহলুওয়ালিয়া বলেন, ‘‘অরুণাচল প্রদেশ, অসম, বিহার, গুজরাত, জম্মু-কাশ্মীর, মণিপুর, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রিপোর্ট জমা দিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৪:০৫
Share:

প্রতীকী ছবি।

অবশেষে সীমান্ত এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহে এগিয়ে এল কেন্দ্র। বিনা বাধায় জলের লাইন পাততে বিভিন্ন রাজ্যের কাছে সাহায্য চেয়েছে মন্ত্রক।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যের সীমান্ত পরিকাঠামো খতিয়ে দেখে যে রিপোর্ট দেয়, তাতে পরিস্রুত পানীয় জলের অভাবের কথা বিস্তারিত ভাবে বলা হয়েছিল। কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথায়, ‘‘সীমান্তে পাহারার দায়িত্বে যাঁরা রয়েছেন, তৃষ্ণা মেটাতে তাঁদের নদী বা ঝর্নার জলই ভরসা। অধিকাংশ আধাসেনাই পেটের অসুখে ভোগেন।’’ কমিটির রিপোর্টের পরই সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক হয় কেন্দ্রের। পানীয় জল প্রতিমন্ত্রী এস এস অহলুওয়ালিয়া বলেন, ‘‘অরুণাচল প্রদেশ, অসম, বিহার, গুজরাত, জম্মু-কাশ্মীর, মণিপুর, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রিপোর্ট জমা দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement