১ টাকার নোট ছাপতে ১ টাকা ১৪ পয়সা

অর্থমূল্য এক টাকা। অথচ ছাপতে খরচ ১ টাকা ১৪ পয়সা! এক টাকার নোট ছাপতে কত খরচ হয়, তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হয়েছিলেন সমাজকর্মী সুভাষ চন্দ্র অগ্রবাল।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:০০
Share:

অর্থমূল্য এক টাকা। অথচ ছাপতে খরচ ১ টাকা ১৪ পয়সা! এক টাকার নোট ছাপতে কত খরচ হয়, তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হয়েছিলেন সমাজকর্মী সুভাষ চন্দ্র অগ্রবাল। সেখানেই উঠে এসেছে এই তথ্য। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অব ইন্ডিয়ার দেওয়া তথ্যে প্রকাশ, মূল খরচ ধরলে প্রতিটি এক টাকার নোট ছাপতে ব্যয় হয় এক টাকা চোদ্দ পয়সা। যা তার বাজার দরের তুলনায় বেশি। তবে, গত অর্থবর্ষের (২০১৪-’১৫) হিসাবের অডিট না-হওয়া পর্যন্ত চূড়ান্ত খরচ স্থির করা সম্ভব নয় বলেই জানিয়েছে তারা। অগ্রবালের দাবি, ছাপার খরচ বাজার অর্থমূল্যের থেকে বেশি হওয়ার কারণেই ১৯৯৪ সালে এক টাকার নোট নতুন করে ছাপানো বন্ধ করে কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement