Covid 19

Covid 19: দেশে সামান্য বেড়েছে দৈনিক আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় মৃত ৩১৩

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩০২।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১০:৩৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সামান্য বেড়েছে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩০২।

Advertisement

দৈনিক আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১৩ জনের। শনিবারের তুলনায় ৩৭ জন বেশি মারা গিয়েছেন করোনায়।

কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। একই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। ইতিমধ্যেই টিকাকরণ হয়েছে ১১৬ কোটির বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৬৭ লক্ষ ২৫ হাজার ৯৭০ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement