Coronavirus in India

COVID in India: ৩০০-র নীচে দেশে দৈনিক মৃত্যু, ছ’মাসে সর্বনিম্ন, কমেছে সক্রিয় রোগীও

পাঁচ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পাঁচ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১।

আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অর্থাৎ প্রায় ছ’মাস পর ৩০০-র নীচে নামল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।

Advertisement

আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। পাঁচ মতো কমলেও তা চার লক্ষের বেশি রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪ জন। দেশের দৈনিক সংক্রমণের হারও আড়াই শতাংশের বেশি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement