Coronavirus

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩ হাজার ৫২ জন, মৃত্যু হল ১২৭ জনের

এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১১:২১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দুই টিকার পর জুন মাসে তৃতীয় টিকাও চলে আসতে পারে বলে জানিয়েছেন সিরাম ইনস্টডিটিউট কর্তা আদর পুনাওয়ালা। তার মধ্যেই শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার পরিসংখ্যান যথেষ্ট আশা জোগাচ্ছে সাধারণ স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

Advertisement

দেশের শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২ জন। যার ফলে মোটা আক্রান্তের সংখ্যা এই সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৪৬ হাজার ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৬৫ জন। যার ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ২৩ হাজার ১২৫।

শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অনেকটা কমে এসে দাঁড়িয়েছে ১২৭-এ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ২৭৪ জনের।

Advertisement

এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৩ হাজার ৮১৪। সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৩৭ জন। যদিও মহারাষ্ট্রে ১৯ লক্ষের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

এরপরেই রয়েছে কর্নাটক ও কেরল। দুই রাজ্যের আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের বেশ কিছুটা বেশি। তবে কেরলে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৭১ হাজারের কাছাকাছি, সেখানে কর্নাটকে সংখ্যাটি ৫ হাজারের মতো।

দেশের মোট আক্রান্তের সংখ্যার সিংহভাগই এসেছে কেরল থেকে। দেশে এখন মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৭৮৪ জন। তার মধ্যে ৭১ হাজারই কেরলের।

দেশের সর্বত্র চলছে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া। ৩০ জানুয়ারি পর্যন্ত যা হিসাব পাওয়া গিয়েছে, তাতে ভারতে করোনা টিকা দেওয়া হয়েছে প্রায় ৩০ লক্ষেরও বেশি। টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আমেরিকা। সেখানে প্রায় ২ কোটি মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়ে গিয়েছে। তারপরেই রয়েছে চিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement