Covid

Covid 19: দৈনিক আক্রান্ত ফের নামল আট হাজারের ঘরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৭:০৬
Share:

পাঁচ দিন পর ফের আট হাজারের ঘরে নামল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১৮ হাজার ৯০১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে গত কয়েক দিনের তুলনায় কম।

Advertisement

আক্রান্তের পাশাপাশি কোভিডের জেরে মৃত্যু কমেছে সোমবার। কিন্তু প্রবনতা এক রয়েছে। দৈনিক মৃত্যুর অধিকাংশটাই কেরলে। বাকি রাজ্যগুলিতে তা অনেকটাই নিয়ন্ত্রণে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। তার মধ্যে ১৯৬ জনই কেরলে, মহারাষ্ট্রে ১৭ এবং তামিলনাড়ুতে ১৪। বাকি সব রাজ্যেই তা ১০-এর কম।

আক্রান্ত কম হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত কয়েক মাস ধরে কমতে কমতে তা নেমেছে ১ লক্ষ ২০ হাজারের নীচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement