COVID-19

Coronavirus in India: দেশে ৫ মাস পরে দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরে, যদিও ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৭ অগস্ট, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১০:১৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে বেশ কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। তার পরে দীর্ঘ পাঁচ মাস পরে ফের দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরে। অবশ্য দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৭ অগস্ট, মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৬১ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লক্ষ ৬৩ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ কোটি ৬৬ লক্ষ ২৯ হাজার ৫২৪ জনের। অন্য দিকে এক দিনে দেশে টিকাকরণে রেকরেড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৮ লক্ষ ১৩ হাজার ৯১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৫ কোটি ৪৭ লক্ষ ৩০ হাজার ৬০৯ টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement