Coronavirus

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়াল, ২৭ হাজার আক্রান্ত মহারাষ্ট্রে

এই রোগে আক্রান্ত হয়ে এখনও অবধি সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৪ মে ২০২০ ১০:২১
Share:

গ্রাফিক আপডেট হচ্ছে। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে তিন হাজার ৭২২ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯এ। যার জেরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেল। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁইছুঁই।

Advertisement

করোনার হানায় হত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ফলে কোভিডের কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দু’হাজার ৫৪৯-এ। তবে করোনায় মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখযোগ্য বেড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এখনও অবধি সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ।

করোনায় আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫ হাজার ৯২২ জন এখনও অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছেন বাণিজ্য নগরীতে। এর পরই রয়েছে গুজরাত। সেখানে প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ন’হাজার ২৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৬৪তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লি (৭,৯৯৮), রাজস্থান (৪,৩২৮), মধ্যপ্রদেশ (৪,১৭৩), উত্তরপ্রদেশ (৩,৭২৯)।

Advertisement

পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার ২৯০ জন। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

আরও পড়ুন: ফের পথ দুর্ঘটনা, দুই রাজ্যে মৃত ১৪ পরিযায়ী শ্রমিক

আরও পড়ুন: পিএফ খাতে ২ শতাংশ কমার অর্থ মাসিক আয় ২ শতাংশ ছাঁটাই? উঠছে প্রশ্ন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement