Coronavirus

মোদীর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানালেন মমতাও

বৃহস্পতিবার ওড়িশা লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পঞ্জাবও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১১:১২
Share:

মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী। — টুইটার থেকে

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। বুধবার থেকে কী হবে? শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আর্জি জানালেন। লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল, চন্দ্রশেখর রাও, উদ্ধব ঠাকরে, অমরিন্দর সিংহ, নবীন পট্টনায়েক, যোগী আদিত্যনাথ-সহ অনেকেই। তবে শ্রমিকদের স্বার্থের বিষয়টিও দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে এক মাত্র মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানই পুরোপুরি লকডাউনের পক্ষে মত দেননি।

Advertisement

করোনা নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও আশঙ্কার আবহ। এই পরিস্থিতিতে এ দিনের বৈঠকে রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শও চেয়েছেন। এ দিন ঘরে তৈরি করা মাস্ক পরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(ভিডিয়ো কনফারেন্সে কে কী বললেন তা নীচে বিস্তারিত দেওয়া হল)

Advertisement

• আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

• রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

• রাজনীতি নয়, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করতে হবে

• কোনও তথ্য জানাতে ইতস্তত বোধ করবেন না, মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর

• দেশ জুড়ে একই কৌশলে করোনা মোকাবিলা

• প্রত্যেকের পরামর্শ গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা হবে: নরেন্দ্র মোদী

• লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ চান প্রধানমন্ত্রী

• লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের

• ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

• ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালেরও

• এখনই পরিবহণ সচল করার পক্ষে নন কেজরীবাল

• শুধু মাত্র রাজ্য স্তরে নয়, দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি কেজরীবালের

• কৃষি ও শিল্প ক্ষেত্রের জন্য আর্থিক প্যাকেজ দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের

• দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি অমরিন্দর সিংহের

• করোনা মোকাবিলায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীদের জন্য বিমার দাবি উঠল বৈঠকে

• লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

• শ্রমিকদের কথাও মাথায় রাখতে হবে: মমতা

• পুরোপুরি লকডাউনের পক্ষে নন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছে ওড়িশা। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পঞ্জাবও। দেশের অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে বা তা ধাপে ধাপে তুলে দেওয়ার পক্ষে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও অন্যান্য পরিকাঠামোর দিকে জোর দেওয়ারও আবেদন জানিয়েছেন তাঁরা। এর আগে, গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিয়ো-বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে সময় লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘হটস্পটে’ পূর্ণ গৃহবন্দি রাজ্যে


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement