Coronavirus Lockdown

বাঁদর-বাহিনীর দখলে রাজধানী, রাস্তায় ময়ূর

দু’বছর আগে হিসেব ছিল, দিল্লিতে বাঁদরের সংখ্যা ২৫ হাজারের বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৩:৩০
Share:

অবাধে: দিল্লির রাস্তায় ঘুরছে বাঁদর-বাহিনী। ছবি: প্রেম সিংহ

দেশের রাজধানী এখন তেনাদেরই দখলে। আগেও ছিলেন। সংসদ ভবনের দোতলার বারান্দায় মাঝেমধ্যে দেখা মিলত। নীতি আয়োগের সামনে বড় গাছের ডালে কিংবা বিজ্ঞান ভবনের বিরাট ছাদে গোটা পরিবার নিয়ে তাদের বসবাস ছিল। নজর থাকত উদ্যোগ ভবনের সামনে খাবারের দোকানে। ফলমূল নয়। ওই সব দোকানের ব্রেড পকোড়া, ছোলে-কুলচেও তাদের বেশি পছন্দের হয়ে উঠেছিল।

Advertisement

লকডাউনের সময় ফাঁকা পড়ে থাকা লাটিয়েন্স দিল্লির দখল নিঃশব্দেই নিয়েছে বাঁদর-বাহিনী। চলতি সপ্তাহের গোড়া থেকে সরকারি অফিসারদের ফের দফতরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নর্থ ব্লক, সাউথ ব্লকে এসে অফিসারেরা দেখছেন, বাঁদরগুলোই তাঁদের কেমন বিরক্ত মুখে দেখছে! ভাবখানা এমন, এঁরা আবার ফিরে এলেন কেন!

দু’বছর আগে হিসেব ছিল, দিল্লিতে বাঁদরের সংখ্যা ২৫ হাজারের বেশি। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন থেকে সরকারি দফতরে বাঁদরের দৌরাত্ম্য সামলাতে হনুমানও পোষা হয়। ডাক পড়লে হনুমানরা তাদের কেয়ারটেকারের সাইকেলের ক্যারিয়ারে বসে বাঁদর তাড়াতে হাজির হয়। নয়াদিল্লি পুরসভা বাঁদর তাড়াতে এক যাযাবর জাতির লোকদেরও ভাড়া করেছিল। তাঁরা মুখে হনুমানের মতো হুপ হুপ আওয়াজ করে বাঁদর তাড়িয়ে থাকেন। কিন্তু এখন লকডাউনের সময় তাঁদেরও দেখা মিলছে না।

Advertisement

আরও পড়ুন: কোনও ভাবেই শিথিল করা হবে না লকডাউন, বার্তা কেজরীর

ভাল দিকও রয়েছে। নতুন দিল্লির সবুজ এলাকাগুলোয় এখন ময়ূরের দেখা মিলছে আকছার। এমনিতে দিল্লিতে ময়ূরের সংখ্যা কম নয়। কিন্তু অন্য সময় তাদের দেখা মেলে কম। তিন মূর্তি ভবনের মতো ফাঁকা জায়গাই তাদের পছন্দ। কিন্তু এখন জরুরি কাজে রাস্তায় বেরিয়ে অনেকেই লালমোহন গাঙ্গুলির মতো ‘ন্যাশনাল বার্ড’ দেখে হাসি মুখে থমকে দাঁড়াচ্ছেন। তুঘলক রোডে পায়রার সঙ্গেই গমের দানা খাচ্ছে ময়ূর।

আরও পড়ুন: লকডাউন উঠলে কী কী হবে রেল স্টেশনে, চলছে মহড়া

বিমান মন্ত্রী হরদীপ সিংহ পুরীর বাংলোর লনে নববর্ষের প্রথম দিনেই ময়ূর এসে পেখম মেলেছে। তা দেখে হরদীপ এতই আনন্দিত যে ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড়ও শুনানির ফাঁকে জানিয়েছেন, তাঁর বাড়ির লনে একদল ময়ূর ঘুরে গিয়েছে। বলেছেন, “অন্য সময় তো আকাশটাই ভাল করে দেখা যায় না, এত দূষণ। এখন তারাগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে।”


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement