Coronavirus Lockdown

বাড়িতে পৌঁছে যাচ্ছে পেনশন

বয়স্কেরা যাতে বাড়িতেই থাকতে পারেন, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন উপরাজ্যপাল জি সি মুর্মু।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০২:০৪
Share:

ছবি: এপি।

লকডাউন চলাকালীন অবসরপ্রাপ্তদের পেনশন তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করল জম্মু-কাশ্মীর এবং লাদাখ প্রশাসন। করোনা সতর্কতা জারি থাকা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছে প্রশাসন। তারা জানিয়েছে, বয়স্কেরা যাতে বাড়িতেই থাকতে পারেন, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন উপরাজ্যপাল জি সি মুর্মু। ব্যাঙ্ক ও ডাক বিভাগের আধিকারিকদের একাংশকে পেনশন পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকাল থেকে পেনশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক। জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের জনসংযোগ আধিকারিক সাজাদ বাট বলেন, ‘‘কয়েক হাজার পেনশনভোগী। সকলকে একই দিনে টাকা পৌঁছে দেওয়া সম্ভব নয়। তবে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে পারব বলে মনে হয়।’’

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement