BS Yeddyurappa

ট্রেন আটকে বিতর্কে ইয়েদুরাপ্পা সরকার

সম্প্রতি কয়েক হাজার শ্রমিক নিয়ে বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল। শ্রমিকেরা বেশির ভাগ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৪:৫৯
Share:

ছবি রয়টার্স।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিভিন্ন রাজ্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে। ইতিমধ্যেই কয়েক হাজার শ্রমিক নিজেদের কর্মস্থল থেকে নিজ রাজ্যে ফিরে গিয়েছেন। এ বার সেই বিশেষ ট্রেন নিয়েই বিতর্কে জড়াল কর্নাটকের বিজেপি সরকার।

Advertisement

সম্প্রতি কয়েক হাজার শ্রমিক নিয়ে বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল। শ্রমিকেরা বেশির ভাগ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বাসিন্দা। কিন্তু রেলের কাছে সেই ট্রেন ছাড়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে ইয়েদুরাপ্পা সরকার। তাদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্মাণকাজ ফের শুরু হয়েছে। এই অবস্থায় সব শ্রমিকেরা বাড়ি ফিরে গেলে সেই কাজে বিঘ্ন ঘটবে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর প্রশ্ন, এই সব শ্রমিক কি চুক্তিভিত্তিক শ্রমিক যে সরকার তাঁদের এ ভাবে আটকে রাখার পরিকল্পনা করছে? লকডাউনের পর থেকে বেশির ভাগ শ্রমিকেরই কাজ নেই। হাতের টাকা ফুরিয়ে এসেছে। বাড়ি ভাড়া দিতে না-পারায় অনেকেই সেখান থেকে উৎখাত হয়েছেন। এই অবস্থায় তাঁদের বাড়ি ফেরা আটকে সরকার আরও হয়রানির মুখে ফেলতে চলেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিবকুমারের কথায়, ‘‘এ ভাবে ওই শ্রমিকদের বন্দি রাখতে পারি না।’’

কর্নাটক সরকার অবশ্য যুক্তি দিয়েছে, ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন হাজার বাস ও ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে তারা। এ ছাড়া, নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের তিন হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। খুব শীঘ্রই আরও দু’হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের। কর্নাটক বিজেপির প্রধান তথা সাংসদ তেজস্বী সূর্যের বক্তব্য, সরকারের এই পদক্ষেপে শ্রমিকেরা আবার কাজে ফিরতে পারবেন, তাঁদের স্বপ্নপূরণ করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন: রাজ্যকে বিধি ভাঙা নিয়ে কড়া চিঠি ।। যেন গোয়েন্দাগিরি করছে কেন্দ্র: পার্থ

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement