Coronavirus

২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড, করোনায় সংক্রমণ বেড়ে সাড়ে ২৩ হাজার ছুঁইছুঁই

এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩০-এ গিয়ে ঠেকেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১০:৩৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এক দিনে সর্বোচ্চ করোনা-আক্রান্তের নিরিখে ফের নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৭৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাতে এক লাফে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৩ হাজার ৪৫২-তে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের জেরে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনা-আক্রান্তের মোট মৃত্যু-সংখ্যা গিয়ে ঠেকল ৭২৩-এ।

Advertisement

করোনায় মৃতদের মধ্যে ৪ মাসের এক শিশুও রয়েছে। গত ২২ এপ্রিল শিশুটির দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছিল তার। সেখানেই মৃত্যু হয়েছে শিশুটির। জানুয়ারির শেষ দিকে এই কেরলের হাত ধরেই ভারতে করোনাভাইরাস প্রবেশ করেছিল। তবে রাজ্য সরকারের সক্রিয়তায় প্রকোপ অনেকটাই ঠেকানো গিয়েছিল। এই নিয়ে করোনার প্রকোপে সেখানে তৃতীয় জনের মৃত্যু হল।

রাজস্থানেও নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জয়পুর থেকেই ১৩টি ঘটনা সামনে এসেছে। কোটায় ১৮ জন, ঝালাওয়ারে ৪ জন এবং ভরতপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজস্থানে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: নয়া সংক্রমণ বেশি কলকাতাতেই: মুখ্যসচিব​

আরও পড়ুন: কড়া চিঠি মুখ্যমন্ত্রীর, পত্র-যুদ্ধে রাজ্যপালও​

তবে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩০-এ গিয়ে ঠেকেছে। যার মধ্যে বৃহস্পতিবারই ৭৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ২৮৩ জন প্রাণ হারিয়েছেন সেখানে। বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ১৪ জন। শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। মায়ানগরীতে মৃতের সংখ্যাও বেড়ে ১৬৭ হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৫১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন ৫৮ জন। তবে নবান্নর তরফে দেওয়া পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এ রাজ্যে ৩৩৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement