প্রতীকী চিত্র।
এঁদের মধ্যে কেউ কেউ হয়তো মুখোশ পরেই অপরাধ করেছিলেন। তাঁদের আবার ধরে ধরে কারাগারে ঢুকিয়েছেন পুলিশ কর্মীরা। সেই কর্তব্যরত পুলিশ কর্মীদেরই প্রাণ বাঁচাতে সহযোগিতা করছেন কারাবন্দিরা। তামিলনাড়ুর জেলগুলি থেকে প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ২৩ হাজার মুখোশ। সেগুলি পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে বিলি করা হচ্ছে।
তামিলনাড়ুর জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের জেলগুলির টেলারিং ইউনিটকে আরও বেশি করে কাজে লাগানো হচ্ছে। সেখান থেকেই প্রতিদিন এই মুখোশগুলি তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিটি মুখোশ তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১০ টাকা।
তামিলনাড়ুতে ইতিমধ্যেই প্রায় ৪৮৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। প্রতিদিন সেই সংখ্যা বাড়ছে। আর তাই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে থাকছেন না জেল কর্মীরাও। জেলে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কারা দফতর।
আরও পড়ুন: ঘোড়ার গায়ে করোনাভাইরাসের ‘ছোপ’
আরও পড়ুন: করোনা সারিয়ে ঘরে ফিরতেই উষ্ণ অভ্যর্থনা, ভিডিয়ো শেয়ার বিজেপি বিধায়কের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)