Coronavirus

দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ফের রেকর্ড, মহারাষ্ট্রে আক্রান্ত ৪১ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৮৮ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২০ ১০:২৬
Share:

গ্রাফিক- শৌভিক দেবনাথ।

রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতি দিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৮৮ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এই বৃদ্ধির জেরে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা হল এক লক্ষ ১৮ হাজার ৪৪৭। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৫৮৩ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৪ জনের। ৭৭৩ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৭০, পশ্চিমবঙ্গে ২৫৯। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (১৯৪), রাজস্থান (১৫১) ও উত্তরপ্রদেশ (১৩৮)।

দেশে করোনা আক্রান্তের সংখ্যায় অনেক দিন ধরেই শীর্ষে মহারাষ্ট্র। সারা দেশের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই সেখানে। গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৩৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪২। এর মধ্যে মুম্বই শহরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি।

Advertisement

আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৬৭ জন। এর পরে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯০৫ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৬,২২৭), মধ্যপ্রদেশ (৫,৯৮১), উত্তরপ্রদেশ (৫,৫১৫), পশ্চিমবঙ্গ (৩,১৯৭), অন্ধ্রপ্রদেশ (২,৬৪৭), পঞ্জাব (২,০২৮), বিহার (১,৯৮২), তেলঙ্গানা (১,৬৯৯), কর্নাটক (১,৬০৫), জম্মু-কাশ্মীর (১,৪৪৯) ও ওড়িশা (১,১০৩), হরিয়ানা (১,০৩১)-র মতো রাজ্য।

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৯৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৫৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ১৮৭। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে।

তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ডের মধ্যেই আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি প্রতিকূল পরিস্থিতিতে কিছুটা আশা জাগাচ্ছে। মোট আক্রান্তের মধ্যে এখনও অবধি ৪৮ হাজার ৫৩৪ জন চিকিৎসার পর সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৩৪ জন।

আরও পড়ুন: আজ থেকে মিলবে কাউন্টারে টিকিট

আরও পড়ুন: বঙ্গ নিয়ে টুইট করতে ২৩ ঘণ্টা পার মোদীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement