coronavirus in India

ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৫০ শতাংশের বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার সংক্রমণ অনেক কম। ধীরে ধীরে গতি বাড়ছে অর্থনীতিরও, বললেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৬:২০
Share:

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

করোনাভাইরাস ও লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিন ধরে এই বৈঠক হবে। প্রথম দিন ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা অনলাইনে উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি অনেকটাই ভাল। দেশে সংক্রমণ তেমন প্রভাব ফেলতে পারেনি। সেই কারণে বিশ্বের বহু দেশ ভারতের প্রশংসা করছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

দেশে চার দফার লকডাউন শেষ হয়েছে গত ৩১ মে। তার পর থেকে শুরু হয়েছে আনলক-১। অর্থাৎ ধীরে ধীরে চালু হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। খুলে দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি অফিস। এক মাস ধরে এই আনলক-১ চলবে। কিন্তু এই আনলক-১ পর্বে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে দেশে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত তিন লক্ষ ৪৩ হাজার ৯১ জন। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন ১০ হাজারের বেশি মানুষ। ফলে উদ্বেগ বাড়ছে। তবে প্রধানমন্ত্রীর মতে, সংক্রমণ অন্য দেশের মতো ব্যাপক আকার নেয়নি। তাই ‘‘করোনার সংক্রমণ রুখতে মাস্ককে অপরিহার্য করে তুলতে হবে। এখনও মেনে চলতে হবে দু’গজ দূরত্বের বিধি। পাশাপাশি মাঝে মাঝে হাত ধোয়ার অভ্যেসও চালিয়ে যেতে হবে।’’

আনলক-১ পর্বে ধীরে ধীরে অর্থনীতি গতি পাচ্ছে বলেও এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘গত কয়েক সপ্তাহে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। ফলে ধীরে ধীরে গতি পাচ্ছে দেশের অর্থনীতি।’’ করোনার মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্প ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পে ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের মালিকরা সুবিধা পাচ্ছেন বলে এ দিন দাবি করেন তিনি।

Advertisement

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ানের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দুপুরের দিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বৈঠক হবে নির্ধারিত সময়েই। সেই মতো দুপুর তিনটে নাগাদ অনলাইন বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যা বললেন প্রধানমন্ত্রী

• দেশের অর্থনীতি ধীরে ধীরে গতি পাচ্ছে

• করোনার মোকাবিলায় আগামী পরিকল্পনা কী হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ

• উত্তর-পূর্ব ভারতে জৈব ফসল উৎপাদনের ক্ষেত্রে বিরাট বাজার তৈরি হচ্ছে

• কৃষকরা লাভবান হলে চাহিদা বাড়বে

• এমন বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা উপকৃত হবেন

• ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর ফলে ক্ষুদ্র ও কূটির শিল্পের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে

• তাই মাস্ক অত্যাবশ্যক, সামাজিক দূরত্ব অত্যন্ত প্রয়োজনীয়

• নিয়ম মেনে চললে করোনা সঙ্কটের মোকাবিলা করা খুব সহজ হবে

• কয়েক সপ্তাহে সব পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্যে ফিরেছেন

• বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে

• সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রতিদিন বাড়ছে

• তার জন্য বিশ্ববাসী ভারতের প্রশংসা করছে

• ভারতে করোনা সংক্রমণ বিশ্বের বহু দেশের চেয়ে কম হয়েছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement