বারাণসীর মন্দিরে দেবদেবীদের পরানো হয়েছে মুখোশ। ছবি- টুইটারের সৌজন্যে।
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের হাত থেকে এ বার বিশ্বনাথ আর অন্যান্য দেবদেবীকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন এক পুরোহিত। বারাণসীর মন্দিরের ওই পুরোহিত মুখোশে মুখ ঢেকে দিয়েছেন দেবদেবীদের।
পুজো দিতে আসা ভক্তদেরও তিনি মুখোশ পরে মন্দিরে আসতে বলছেন। মন্দিরের দেবদেবীদের ছুঁতে বারণ করছেন। বলছেন, দূর থেকে পুজো দিয়ে চলে যেতে।
বারাণসীর মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে সোমবার বলেছেন, ‘‘করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা দেশে। তাই করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে ভক্ত, পূণ্যার্থীদের সচেতন করতেই আমরা ভগবান বিশ্বনাথ-সহ মন্দিরের সব দেবদেবীকেই মুখোশ পরিয়ে দিয়েছি। ঠাণ্ডা পড়লে আমরা যেমন দেবদেবীদের কাপড় দিয়ে ঢেকে দিই, আবার খুব গরম পড়লে চালিয়ে দিই এয়ার কন্ডিশনার, ঠিক তেমনই করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের প্রেক্ষিতে আমরা বিশ্বনাথ-সহ দেবদেবীদের মুখোশ পরিয়েছি।’’
আরও পড়ুন: অকারণ আতঙ্ক নয়, করোনা রুখতে এ সব সতর্কতা মেনে চলুন
আরও পড়ুন: করোনায় আক্রান্ত না কি সাধারণ ফ্লু? কী হয়েছে বুঝব কী ভাবে
কৃষ্ণ আনন্দ এও জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাঁরা মন্দিরের দেবদেবীদের স্পর্শ করতে নিষেধ করেছেন ভক্ত, পুণ্যার্থীদের।
তাঁর কথায়, ‘‘ওঁরা দেবদেবীদের স্পর্শ করলে সেখান থেকে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে। তাই এই অনুরোধ।’’