Rashtrapati Bhavan

ফের করোনার সংক্রমণ রাষ্ট্রপতি ভবনে, এ বার আক্রান্ত পুলিশ আধিকারিক

সূত্রের খবর, অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার ওই পুলিশ আধিকারিকের অফিস রাষ্ট্রপতি ভবনের ভিতরেই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২০ ২০:১২
Share:

ফাইল চিত্র।

রাষ্ট্রপতি ভবনে ফের করোনার সংক্রমণ ধরা পড়ল। এ বার করোনায় আক্রান্ত হলেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক শীর্ষ পুলিশ আধিকারিক।

Advertisement

সূত্রের খবর, অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার ওই পুলিশ আধিকারিকের অফিস রাষ্ট্রপতি ভবনের ভিতরেই। করোনা পজিটিভ ধরা পড়ার পরই রাষ্ট্রপতি ভবনে কর্মরত বহু পুলিশকর্মী এবং অন্যান্য কর্মীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আর কারা ওই আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

গত মাসেই রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। রাষ্ট্রপতি ভবন চত্বরেই কর্মী আবাসনে থাকতেন তাঁরা। এই ঘটনা সামনে আসার পরই ওই আবাসনের ১১৫টি পরিবারকে কোয়রান্টিনে পাঠানো হয়।

Advertisement

পরে রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, মধ্য দিল্লিতে এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। গত ১৩ এপ্রিল তাঁর কো-মর্বিডিটিতে মৃত্যু হয়। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে কোনও যোগ ছিল না তাঁর। কী ভাবে রাষ্ট্রপতি ভবন করোনায় সংক্রমিত হল তা খোঁজ করতে গিয়ে জানা যায়, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর পরিবারের কোনও সদস্য মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তার পরই ওই পরিবারের সকলকে কোয়রান্টিনে পাঠানো হয়। পরে ওই পরিবারের এক সদস্যেরও করোনা পজিটিভ ধরা পড়ে।

আরও পড়ুন: পাওনা না মিটিয়ে ঋণের সংস্থান! রাজ্যগুলির সঙ্গে সঙ্ঘাত বাড়তে পারে কেন্দ্রের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement