Coronavirus

দেশে মৃত্যু বেড়ে ৭, আক্রান্ত বেড়ে ৩৯৬, বিশ্বে মৃত্যু ১৩ হাজার ছাড়াল

এক জন করে বিহার, মহারাষ্ট্র ও গুজরাতে মৃৃত্যু হয়েছে। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১১:২১
Share:

অসমের নগাঁওয়ে থার্মাল স্ক্রিনিং চলছে। ছবি: পিটিআই।

সারা দেশে করোনা আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হল। গুজরাতের সুরাতের হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৯ বছরের বৃদ্ধের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৭। এই নিয়ে শুধু রবিবারই তিন জনের মৃত্যু হল।

Advertisement

শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময় যত পেরোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬। শনিবার রাত ১২টার পর নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। রবিবার ভারতে আরও ৮১ জন সংক্রমিত হয়েছেন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এই পদক্ষেপে ব্যাপক সাড়াও মিলছে রবিবার সকাল থেকেই।

Advertisement

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। উল্টো দিকে করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। মোট সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইটালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ১৭১টি দেশে।

রাজ্য

• লক ডাউনের পথে রাজ্যের সবক’টি পুর শহর। করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব রাজ্যকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর নবান্ন সূত্রের।

• সে ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যক সামগ্রীর জন্য সোমবার বিকেল পর্যন্ত অবশ্য সময় পাবেন পুর শহরগুলির বাসিন্দারা।

• আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও।

দেশ

• করোনার জেরে সুপ্রিম কোর্টও বন্ধ থাকবে। কেবলমাত্র প্রধান বিচারপতির বেঞ্চ সোমবার ১১টার সময় খোলা থাকবে। অন্য সব বেঞ্চে যে সব মামলা রয়েছে, তা আপাতত স্থগিত থাকবে। সপ্তাহের মাঝামাঝি, বুধবার বাকি দুই বেঞ্চ খোলা হবে।

• গুজরাতের সুরাতের হাসপাতালে মৃত্যু হল ৬৯ বছরের এক বৃদ্ধের। তাঁর করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছিল। আজ রবিবার তাঁর মৃত্যু হয়েছে

• সোমবার ভোর ৫টা পর্যন্ত জনতা কার্ফু-র মেয়াদ বাড়াল তামিলনাড়ু ও ঝাড়খণ্ড।

• ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে বন্ধ থাকবে এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন এবং মেট্রো রেল পরিষেবা। কার্যকরী হচ্ছে রবিবার মধ্যরাত থেকে।

• ২৩, ২৪ ও ২৫ মার্চ ছুটি ঘোষণা করল জম্মু-কাশ্মীর প্রশাসন।

• করোনা রুখতে সীমানা বন্ধ করে দিল কর্নাটক। স্থগিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও।

• বুধবার পর্যন্ত চারটে শহরে লকডাউন ঘোষণা করল গুজরাত। এগুলো হল—আমদাবাদ, সুরাত, রাজকোট, বদোদরা

• রাজস্থানে ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করল রাজ্য সরকার।

• বিহারে এক যুবকের মৃত্যু। তিনি কাতার থেকে কলকাতা হয়ে বিহারে গিয়েছিলেন। মুঙ্গেরের বাসিন্দা ছিলেন তিনি।

• মহারাষ্ট্রে রবিবার মৃত্যু হল ৬৩ বছরের এক ব্যক্তির।

• সমস্ত রাজ্যকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, জিম, মিউজিয়াম, সাংস্কৃতিক কেন্দ্র, সুইমিং পুল, থিয়েটার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

• কোয়রান্টিন অমান্য করায় তেলেঙ্গনায় এক ব্যক্তিকে আটক করল রেলপুলিশ। তাঁর হাতে কোয়রান্টিনের স্ট্যাম্প ছিল।

• রোম থেকে ২৬৩ ভারতীয়কে নিয়ে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

• পঞ্জাবে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার।

• আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং বিহারে।

• মুম্বইয়ের দাদর স্টেশনে যাত্রীদের আইডি পরীক্ষা করছেন নিরাপত্তারক্ষীরা। কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না রেল কর্তৃপক্ষ।

• নয়ডা এবং গ্রেটার নয়ডাতে হাসপাতাল, মুদি, ওষুধ, দুধের দোকান ছাড়া সব অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।

• বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার অনুমতি দিল সরকার। খরচ পড়বে সাড়ে ৪ হাজার টাকা।

• অসমে করোনা সন্দেহে ৪ বছরের এক শিশুর শারীরিক পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

• দিল্লি মেট্রো সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ।

• ৩১ মার্চ পর্যন্ত বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশের মোরাদাবাদের জেল।

আন্তর্জাতিক

• করোনায় আক্রান্ত এসি মিলানের প্রাক্তন ডিফেন্ডার পাওলো মালদিনি ও তাঁর ছেলে ড্যানিয়েল।

• কলম্বিয়ায় প্রথম মৃত্যু হল করোনায়।

• তাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৮ জন।

• মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রী ক্যারেন পেন্সের করোনার রিপোর্ট নেগেটিভ।

• নাগরিকদের অন্তর্দেশীয় ভ্রমণ বাতিল করতে বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

• বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১৩ হাজার।

• ইটালিতে এক দিনে মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৪ হাজার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement